কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি যে তাণ্ডব চালিয়েছে; আইনশৃঙ্খলা বাহিনী তা সামাল দিয়েছে। বিএনপির নির্বাচন কমিশনার তো দূরের কথা, তারা নির্বাচনই চায় না।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, পাকিস্তান থেকে নির্বাচন কমিশনার আনলে বিএনপি গ্রহণ করতো।
তাদের দলের প্রধানরা আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। তারা আদৌ নির্বাচন করতে পারবেন কি-না, তা নিয়ে সংশয়। তাই মঙ্গলগ্রহ থেকে নির্বাচন কমিশনার আনলেও তাদের মন ভরানো যাবে না।
প্রধান নির্বাচন কমিশনারসহ যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তারা সুস্থ-সুন্দর নির্বাচন উপহার দিতে পারবেন বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।