
১৫ই ডিসেম্বর মুক্তি পেয়েছে মালেক আফসারী পরিচালিত ছবি ‘অন্তর জ্বালা’। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান এবং পরীমনি। ছবিটি সম্পর্কে নায়ক জায়েদ খান সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো।
‘ছোট বেলায় পিরোজপুরে স্কুল ফাঁকি দিয়ে অনেক ছবি দেখেছি, সেই স্মৃতিগুলো এখনও চোখে ভাসে। তারপর কেটে গেছে বহু দিন।
পিরোজপুরে অনামিকা হলে ১৫/২০ বছর পর আমি এমন দৃশ্য দেখলাম টানা ৮ দিন অন্তর জ্বালা হাউজফুল যাচ্ছে। দর্শকরা টিকিট না পেয়ে ফিরে গেছে,সবচেয়ে বড় কথা প্রতিটি শোতে নারী দর্শকদের এত পরিমাণ উপস্থিতি লক্ষ্য করেছি যা গত কয়েক বছরে বিরল। পিরোজপুরের মত মফস্বল শহরে যে পরিমাণ মানুষ ছবিটি দেখেছে,তা দেখে হলের মালিক,কর্মকর্তাদের চোখে মুখে যে আনন্দ দেখেছি তা আমার বড় পাওয়া। এই হলে এর আগেও আমার অনেক ছবি চলেছে,আমার বাদেও অনেক ছবি চলেছে কিন্তু গত কয়েক বছরের সব রেকর্ড ভঙ্গ করেছে অন্তর জ্বালা। দর্শকরা বুকে জড়িয়ে ধরে কেঁদেছে, অন্তর জ্বালা পিরোজপুরের মানুষকে হলমুখী করেছে, এর থেকে আর বড় পাওয়া একজন শিল্পীর থাকতে পারেনা।
আমি আমার পরিচালক মালেক আফসারির কাছে কৃতজ্ঞ তিনি আমাকে হিরো জায়েদ খান নন একজন সিনেমা পাগল যুবক আলাল হিসেবে দর্শকদের মনে স্থান করে দিয়েছে।